ভালোবাসি বলতে এলাম
- মো জাহিদুল ইসলাম ০৯-০৫-২০২৪

ধরো, শেষরাতে ঝিরঝিরিয়ে বৃষ্টি নামলো
শহরতলির বুকে
আমিও ছুটে গেলাম তোমার পাড়ায়,
তোমার বাড়ির দিকে

শহরজুড়ে নীরবতা; তখনও আমরা পাশাপাশি,
খুব কাছাকাছি

ধরো, তোমার ঠোঁটে ঠোঁট রেখে
মহাকালে হারিয়ে গেলাম
চৈত্রের শেষ প্রহরের বৃষ্টির ফোঁটার মতো;
আমিও তোমার প্রেমে পড়লাম

কালবৈশাখী ঝড়ের রাতে বলতে এলাম ভালোবাসি;
ভালোবাসি বলতে এলাম


১২ এপ্রিল, ২০২৩

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।